বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের মানতে হবে যে সব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামীকাল ৯ জানুয়ারি (শুক্রবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার ৩২টি কেন্দ্রে মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিবেন। বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বার্তায় পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনাবলী সকলের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

নির্দেশনাবলীর মধ্যে রয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই ১:৩০-২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। বিকাল ২:৩০ টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে। বিকাল ২.৪০টায় পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান দৃশ্যমানভাবে উন্মুক্ত রাখতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার্থীর উভয় কান টর্চলাইট দিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

পরীক্ষার্থীদের রোল, সেট কোড এর বৃত্ত পূরণে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল হবে। কোনো ক্রমেই ২য় ওএমআর দেয়া যাবে না। হাজিরা শীটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে, অন্যথায় উত্তর পত্রটি বাতিল হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা নির্দেশাবলী অবশ্যই পালনীয়। একই সাথে প্রবেশপত্র (রঙিন) ও জাতীয় পরিচয় পত্র (মূল এনআইডি/স্মার্ট কার্ড) পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সঙ্গে আনতে হবে।

এছাড়া মোবাইল ফোন, কোন বই/নোট/ কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটিব্যাগ, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তুু যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন, শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ট ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র সবিচবদের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সভা করেছেন। সভায় কেন্দ্র সচিবরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে নিশ্চিয়তা দিয়েছেন।

তিনি আরও বলেন, অসাধু ব্যক্তির কোন ধরনের প্রতারণা থেকে যাতে আমাদের পরীক্ষার্থীরা মুক্ত থাকে এবং কোন ধরনের অনৈতিক লেনদেনের সাথে যুক্ত না হয় সে ব্যাপারে মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি আগামী ৯ তারিখ সাতক্ষীরা জেলায় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন