বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
দুইজন ব্যবসায়ী, অপর দুইজন শিক্ষক ও আইনজীবী

অর্থ-সম্পদ ও আয়করে এগিয়ে বাপ্পি, মামলায় আজাদ

মোহাম্মদ মিলন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। খুলনা-৬ আসনে নির্বাচনী লড়াইয়ে বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ৪ জন। প্রার্থীরা হলেন- বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল। এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, খুলনা-৬ আসনের প্রার্থীদের মধ্যে অর্থ-সম্পদ এবং আয়কর প্রদানে এগিয়ে বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। আর মামলায় শীর্ষে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম জিয়া।

বিএনপি’র প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর অস্থাবর এবং স্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ১৪ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা। তার বার্ষিক আয় ৪৪ লাখ ১০ হাজার ৪৯ টাকা। তার হলফনামায় ৩২টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি ৯ লাখ ৭৬ হাজার ৮১৬ টাকার আয়কর প্রদান করেছেন।

অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. আবুল কালাম আজাদের অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ২৭ লাখ ৪৩ হাজার ৫৮৮ টাকা রয়েছে। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা। তার হলফনামায় ৩৪টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি ৪ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে আরও দেখা যায়, বিএনপি’র প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী এইচএসসি পাশ, পেশা হিসেবে লিখেছেন ঠিকাদারী ব্যবসা, মৎস্য খামার ও কৃষি। তার নামে দায়ের হওয়া ৩২টি মামলায় খালাস, অব্যাহতি ও কিছু মামলায় জামিনে রয়েছেন তিনি। বর্তমানে আনুমানিক ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার। এরমধ্যে নগদ ৬১ লাখ ৫৯ হাজার ৬৬১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২০ লাখ ৫২ হাজার ১৩৮ টাকা, ২ লাখ ৮৬ হাজার ৩৫০ টাকা মূল্যের ৪১.৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকা মূল্যের ইলেকট্রিক পণ্য, ৩ লাখ ৫ হাজার আসবাবপত্র, ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র রয়েছে তার।

এছাড়া এক কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৬ টাকার স্থাবর সম্পদ রয়েছে মনিরুল ইসলাম বাপ্পীর। এরমধ্যে ৩৬.২৭১৩ শতক কৃষি জমির ক্রয়কৃত মূল্য ৩ লাখ ৯৩ হাজার ৮৩৬ টাকা, ঢাকা ও খুলনায় ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২টি বাড়ি, ৬ লাখ টাকা লিজ মূল্যের মাছের খামার রয়েছে তার। ব্যাংকে গৃহ নির্মাণ ঋণ (যৌথ) ও ঠিকাদারী ব্যবসায় দায় রয়েছে তার ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৬৯৬ টাকা। এসএম মনিরুল হাসান বাপ্পীর স্ত্রীর নামে ৪০ হাজার ৫৪৭ টাকার অস্থাবর এবং ১৫ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ কামিল পাশ, পেশা ব্যবসা। তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৪টি মামলায় খালাস, অব্যহতি ও সাক্ষির জন্য রয়েছে বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন। তার বর্তমানে আনুমানিক ১৮ লাখ ১৪ হাজার ৫৮৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ ৬ লাখ ৩২ হাজার ৫৮৮ টাকা, ১১ লাখ ৪০ হাজার টাকার বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকাভূক্ত নয় কোম্পানীর শেয়ার, উপহারের ১২ ভরি স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র রয়েছে তার। এছাড়া ৯ লাখ ২৯ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। এরমধ্যে ৯ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ০.১১৫৫ এশর অকৃষি জমি রয়েছে তার। তবে হলফনামায় কয়রায় পৈত্রিক ওয়ারেশ সূত্রে পাওয়া ৩ রুম বিশিষ্ট টিনসেড বসতবাড়ি লিখলেও মূল্যে উল্লেখ করেননি তিনি। আবুল কালাম আজাদের স্ত্রীর নামে ১ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর এবং ৬০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।

ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকিরের পেশা শিক্ষকতা। তার বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অস্থাবর এবং ৩৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল পেশায় আইনজীবী। তার বার্ষিক আয় ৩ লাখ ৯৫ হাজার টাকা। বর্তমানে আনুমানিক ৪৬ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের অস্থাবর এবং ১০ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার। সর্বশেষ অর্থবছরে তিনি ৩ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন