আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। হাইভোল্টেজ এই সিরিজকে সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকাকে অধিনায়ক করে ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ।
ঘোষিত এই স্কোয়াডে বেশ কিছু চমক রেখেছে লঙ্কান নির্বাচকরা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে সুযোগ দেয়া হয়েছে। মূলত কন্ডিশন ও পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড সাজানোর লক্ষ্যেই এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দুই দেশের মধ্যকার এই গুরুত্বপূর্ণ লড়াই শুরু হচ্ছে চলতি মাসের ৭ তারিখে। সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই ডাম্বুল্লার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশান হেমন্ত, ত্রাভিন ম্যাথু, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা ও ঈশান মালিঙ্গা।
খুলনা গেজেট/এএজে
