বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

গেজেট প্রতিবেদন

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে ডিউটি শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী নারী ধর্ষণের শিকার হন।

জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী নারী যানবাহন থেকে নামেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করা গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০), জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২), কাউসার আলীর ছেলে মো. রুবেল (২৫) এবং মোক্তার হোসেনের ছেলে মো. সুমন (২৫) তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ওই নারীকে একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার পর তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী মোহাম্মদপুর থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুরো ঘটনা অবহিত করেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো.আশরাফুজ্জামান পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সানি (২০) ও মো. স্বাধীনকে (২২) আটক করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের সঙ্গে কতজন জড়িত ছিল এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন