বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

গে‌জেট প্রতি‌বেদন

একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্তত একশটি উদাহরণ রয়েছে প্রশাসনের একতরফা আচরণের।

তিনি অভিযোগ করেন, “সিলেট- ৩ আসনে তথ্য পরবর্তীতে দাখিল করবেন বলার পরও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ওই আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কাগজপত্র পরবর্তীতে দাখিলের শর্তে মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে”।

প্রশাসনের এমন আচরণের কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও অতীতের মতো পক্ষপাতিত্ব এবং একতরফা আচরণের শঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

“কমিশনকে আহ্বান জানিয়েছি, এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটি ইলেকশন কমিশনের সরাসরি অধীনে হবে, আপিলের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন আর না থাকে”।

“যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে এই ইলেকশন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটার ওপর প্রশ্ন আসবে,” বলেন মি. ভূঁইয়া।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন