মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর ফরিদপুরের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারেব প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন