ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে প্রেমবাগ পর্যন্ত মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্র্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা এই পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাজঘাট থেকে প্রেম বাগ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কের কোথাও এক পাশে কোথাও দুই পাশে লোড করা অথবা খালি ট্রাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাড়িয়ে রয়েছে। এ কারনে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানযট সৃষ্টির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, “ভাংগাগেটে ট্রাক টার্মিনাল থাকা সত্বেও এই এলাকায় সড়কের উপর সব সময় ট্রাক দাড়িয়ে থেকে রাস্তায় যানযটের সৃষ্টি করে। এই সড়কে নিয়মিত চলাচলকারী নাজির হোসেন বলেন, শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়াতে অনেক ঘাট, গোডাউন, কয়লা, বালি ও সারের ড্যাম্প রয়েছে। কিন্তু তাদের নিজস্ব কোন পার্কিং না থাকায় মালামাল উঠানামা করার জন্য সড়কের উপর ট্রাক দাড়িয়ে থেকে তীব্র যানযটের সৃষ্টি করে। মহাসড়ক সংলগ্ন নির্মিত ব্রিজ স্কেল গুলোরও নিজস্ব পার্কিং নেই। এসব ব্রিজ স্কেল ব্যবহারের জন্য মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি।
যশোর-খুলনা সড়কের বাস চালক বেলাল জানান, “সড়কের পাশে এমনভাবে গাড়িগুলো থাকে মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। প্রতিদিনই আমাদের ছোট বড় জ্যামের কবলে পড়তে হয়। এতে আমাদের সাথে যাত্রীদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে অভয়নগর হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি তাছাড়া মটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা করার কথাও বলেছি তারাও সহযোগিতা করতে চেয়েছেন।”
তিনি আরো বলেন, “ইউএনও’র সঙ্গে কথা বলে আমরা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।”
খুলনা গেজেট/এনএম
