বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

আশাশুনিতে বাগদা চিংড়ি জব্দ, জরিমানা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলার চাপড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন আড়ত ও সংরক্ষণস্থল তল্লাশি করে জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করা হয়েছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। পরে এসব চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার জানান, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। অবৈধ ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন