ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মণ্ডল (১৬) নামে দশম শ্রেণির এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের সুশান্ত মণ্ডলের ছেলে।
নিহত দিপু মণ্ডলের বাবা সুশান্ত মণ্ডল জানান, গতকাল রাতে তার ছেলে পরীক্ষার ফি ও অন্যান্য খরচ বাবদ ৪ হাজার টাকা চায়। কয়েক দিন পর টাকা দেওয়ার কথা বললে ছেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সকালে দিপু দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে
