নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। প্রতি বছর বিশেষ এই দিনে অগণিত ভক্ত-শ্রোতার শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও একইভাবে অনুরাগীদের সঙ্গে ভালোবাসার বিনিয়ম করতে চান। এর বাইরে ঘটা করে জন্মদিন উদযাপনের আপাতত ইচ্ছা নেই বলে জানান ফাহমিদা নবী। সবার কাছে আশীর্বাদ চান, তিনি যেন সুস্থ থাকেন ও ভালো থাকেন এবং শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারেন।
এদিকে জন্মদিনে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা আর ভালোবাসার প্রতিদান হিসেবে নতুন গানের ঘোষণাও দিয়েছেন শ্রুতিমধুর গানের এই শিল্পী। জানিয়েছেন, এরই মধ্যে নতুন তিনটি গানে কণ্ঠ দিয়েছেন। শিগগিরই সে গানগুলো একে একে প্রকাশ করবেন। গান তিনটির শিরোনাম ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। সব গান স্বনামধন্য গীতিকবি গোলাম মোর্শেদের লেখা। ফাহমিদা নবী জানান, গীতিকবি গোলাম মোর্শেদের পরিকল্পনা থেকে মূলত এই আয়োজন। পঁচিশ ধরে তারা একসঙ্গে কাজ করছেন। এই গীতিকবির লেখা অসংখ্য গান শ্রোতামনে দিনের পর দিন অনুরণন তুলে যাচ্ছে। সে কারণে আরও একবার তাঁর এই নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া।
ফাহমিদা নবীর কথায়, ‘গোলাম মোর্শেদের লেখনী অনেকের চেয়ে আলাদা, যা সহজেই শ্রোতামনে ছাপ ফেলে। নতুন এই তিনটি গানেও গীতিকথায় থাকছে বিষয়বৈচিত্র্য। এইভাবে আমার কণ্ঠ ও গায়কির বিষয়টি মাথায় রেখে সময়োপযোগী সুর ও সংগীতায়োজন করেছেন শামস সুমন ও আরাফাত বসনিয়া। অবাক করা বিষয় হলো, শামস সুমনের সুরে প্রথম গাইলেও একবারও মনে হয়নি একসঙ্গে এটি আমাদের প্রথম কাজ। খুবই চমৎকার সুর করেছেন সুমন। তাঁর সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর একটি ছাপ আছে; যা আমাকে মুগ্ধ করেছে। যে কারণে নতুন তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
শিগগিরই ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’ গান তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
খুলনা গেজেট/এনএম
