খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

এসএলআর নিয়ে কপিলমুনি যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

আজকের কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাচ্চু স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, যুদ্ধের মূল অধিনায়ক মরহুম লে: গাজী রহমত উল্লাহ দাদুর নির্দেশে পাইকগাছা গোডাউনের কাছে সহযোদ্ধাদের নিয়ে ডিসেম্বরের প্রথমদিকে অবস্থান নেই। ৮ ডিসেম্বর ৩০ জন যোদ্ধাদের নিয়ে পাইকগাছা গোডাউন এলাকা থেকে কপিলমুনি যুদ্ধে অংশ নেন।

এ যুদ্ধের অন্যান্য অধিনায়করা হচ্ছেন, স ম বাবর আলী, আবুল কালাম আজাদ, গাজী রফিকুল ইসলাম প্রমুখ। তিনি বলেন, মসজিদের কাছ থেকে আমরা ফায়ার করে রাজাকারদের দুর্বল করার চেষ্টা করি। এসএলআর দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করি। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার পরিচয় দেয়। ৯ ডিসেম্বর রাজাকাররা আত্মসমর্পণ করে। শ-শ জনতা জয় বাংলা শ্লোগান দিয়ে আত্মসমর্পনস্থলে সমবেত হয়। এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বড় সাফল্য কপিলমুনি রাজাকার ক্যাম্প দখল।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে চারটায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানমালা শুরু হয়েছে। মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ অবস্থান নিয়েছেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!