বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়ার পর মরদেহবাহী গাড়ি যাচ্ছে জিয়াউর রহমানের কবরের দিকে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন, যেখানে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাকে রাষ্ট্র ও দলীয় কার্যক্রমের একজন প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণ করা হচ্ছে।
বুধবার দুপুরে সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউতে তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা পালন করা হয়েছে, যেখানে হাজারো মানুষের সংযুক্ত সহমর্মিতা, নেতা–কর্মী ও সাধারণ জনতার উপস্থিতি ছিল দৃশ্যমান। জনতার চোখে অশ্রু, পরিবেশে গভীর শোক—এ যেন দেশের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের আবর্তন।
খুলনা গেজেট/এএজে
