মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুবির জীববিজ্ঞান স্কুলের ডিনস এ্যাওয়ার্ড অনুষ্ঠান বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের কনফারেন্স কক্ষে আগামীকাল ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় ডিনস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী।

উল্লেখ্য, এই প্রথম জীববিজ্ঞান স্কুলে ডিনস এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এই স্কুলের অধীন ৭টি ডিসিপ্লিনে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা স্বীকৃতিস্বরূপ এই এ্যাওয়ার্ড প্রদান হবে। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন