সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নিহার আদনান তাইয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা আজমেরী হোসেন বক্তব্য রাখেন।

পরে জেলা পর্যায়ে রুবিয়া আক্তার, পুস্প মন্ডল, নাসিমা আক্তার, নার্গিস বেগম ও লাইলী বেগমের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া জেলার ৫ উপজেলায় আরো ২৫জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয় এদিন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন