বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতি‌বেদক

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহাফুজুর রহমান, খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, জামায়াতের প্রার্থী মো. কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রার্থী আলী আসগর লবী, খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ।

খুলনা গেজেট/এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন