বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

মনোনয়নপত্র জমা দিলেন মিয়া গোলাম প‌রওয়ার

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। শী‌তের তীব্রতা‌কে উপেক্ষা ক‌রে এ দিন সকাল ‌থে‌কে বি‌ভিন্ন দ‌লের প্রার্থীরা তা‌দের নেতাকর্মী‌দের সাথে নি‌য়ে ম‌নোনয়নপত্র জমা দি‌তে ‌রিটা‌র্নিং অ‌ফিসা‌র ও খুলনা জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে উপ‌স্থিত হ‌তে থা‌কে।

সকাল সা‌ড়ে ৯ টার কিছুক্ষণ পর ম‌নোনয়নপত্র জমা দি‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নী‌চে দলীয় নেতাকর্মী‌দের সা‌থে নি‌য়ে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়েতের সে‌ক্রেটারী জেনা‌রেল মিয়া গোলাম প‌রওয়ার অবস্থান ক‌রে।

সকাল ৯ টা ৫১ মি‌নি‌টের দি‌কে জামা‌য়ে‌তের সে‌ক্রেটারী জেনা‌রেল মিয়া গোলাম প‌রোয়ার তার ম‌নোনয়নপত্র জেলা রিটার্নিং অ‌ফিসার আ. স. ম. জাম‌শেদ খোন্দকা‌রের হ‌তে তু‌লে দেন।

এর পর ম‌নোনয়নপত্র তু‌লে দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তার প‌রে দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিস সুরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারী জেনা‌রেল এড জাহাঙ্গীর হুসাইন হেলাল।

 

খুলনা গেজেট/এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন