বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

এখন পর্যন্ত ৮ দলের এক ব্যালট নীতি অটল রয়েছে: ফয়জুল করিম

গেজেট প্রতিবেদন

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত ৮ দলের এক ব্যালট এক বাক্স নীতি অটল রয়েছে। কেউ যদি মুনাফেকি না করে কিংবা ক্ষমতার লোভে না পড়ে, তাহলে এই ঐক্য অটুট থাকবে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র দাখিল করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জোট ও আসন বণ্টন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে- জামায়াত কি আমাদের আসন ছেড়ে দেবে? এটি ভুল প্রশ্ন। এখানে কেউ কাউকে সিট দেবে না। আমরা এলায়েন্স করবো। যার যেখানে অবস্থান ভালো, সে সেখানেই নির্বাচন করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, তার দেশে আসায় আমাদের ওপর কোনো প্রভাব পড়বে না। বরং এটি তার দলের সাংগঠনিক শৃঙ্খলা আরও শক্তিশালী করবে।

এদিন বিকেলে তিনি বরিশালের রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র জমা দেন। বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম সুমন জানান, এখন পর্যন্ত ৪৭ জন প্রার্থী মোট ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন প্রার্থী তিনটি করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন