Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বন্যপ্রাণি পাচারকালে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার চাঁদআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬টি বন্য প্রাণিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার এঘটনায় মামলা হয়েছে।
র‌্যাব-৬ সূত্র জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে স্থানীয় চাঁদ আলী বাজারের জনৈক মোঃ গোলাম রসুলের মুদির দোকানের সামনে থেকে বন্যপ্রাণী তক্ষক বিক্রয়কালে ‌‌তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- জেলার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গাজীর ছেলে মোঃ জিয়াউর রহমান গাজী(৩৫), কয়রার মসজিদকুড় এলাকার শাহাবুদ্দিন মোল্যার ছেলে মোঃ বিল্লাল হোসেন মোল্লা(২৫) ও কয়রার অর্জুনপুর এলাকার মোঃ শাহেব আলী গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী(২৭)। গ্রেফতারকৃতদের কাছ থেবে থাকা ৬টি বন্য প্রানী তক্ষক উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন