আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৮টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
প্রার্থীরা হলেন, মেহেরপুর-১ (মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা) মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর-২ (দৌলতপুর উপজেলা) হাজী মোঃ আব্দুল বাকি, কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা) মোঃ শাহরিয়ার জামিল, চুয়াডাঙ্গা-২ (জীবন নগর ও দামুড়হুদা উপজেলা) মোঃ এহসানুল হক, ঝিনাইদহ-১ (শৈলকুপা) মনিকা আলম, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর) সওগাতুল ইসলাম, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) এম হারুন অর রশীদ, যশোর-১ (শার্শা- বেনাপোল) মোঃ জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর-২ (চৌগাছা উপজেলা) মোঃ ফিরোজ শাহ, যশোর-৩ মোঃ খবির কাজী, যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া) বিগ্রেঃ জেঃ এম মাসুদ আহমেদ (অবঃ), যশোর-৫ (মনোহরপুর ইউনিয়ন ব্যতিত মনিরামপুর উপজেলা) সুশান্ত কুমার মন্ডল ও এম এ হালিম, যশোর-৬ (অভয়নগর উপজেলা এবং কেশবপুর উপজেলা ও মনিরাম উপজেলার মনোহরপুর ইউনিয়ন), জি এম হাসান, মাগুরা-১ (মাগুরা, শ্রীপুর) জাকির হোসেন মোল্লা, ৯২ মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা), মশিয়ার রহমান, নড়াইল-১ (কালিয়া উপজেলা), মোঃ মিল্টন মোল্লা, নড়াইল-২ (নড়াইল সদর উপজেলা) খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, বাগেরহাট-১ (ফকিরহাট উপজেলা এবং মোল্লাহাট উপজেলা ও চিতলমারী উপজেলা) স.ম গোলাম সরোয়ার, বাগেরহাট-৪ (মোড়লগঞ্জ উপজেলা এবং শরণখোলা উপজেলা) সাজন কুমার মিস্ত্রী, খুলনা-১ (বটিয়াঘাটা উপজেলা এবং দাকোপ উপজেলা মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১৬ থেকে ৩১ পর্যন্ত) মোঃ শফিকুল ইসলাম (মধু), খুলনা-৩ (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-০১ থেকে ১৫ এবং দৌলতপুর মেট্রোপলিট্রন থানাধীন আড়ংঘাটা ইউনিয়ন ও খানজাহান মেট্রোপলিট্রন থানাধীন যোগীপোল ইউনিয়ন) আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ (দিঘলিয়া উপজেলা), ডাঃ সৈয়দ আবুল কাসেম, খুলনা-৫ (ফুলতলা উপজেলা) শামিম আরা পারভীন (ইয়াসমিন), খুলনা-৬ (কয়রা উপজেলা) মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) মোঃ আশরাফুজ্জামান, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক) মোঃ আলিপ হোসেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) এ্যাড. মোঃ আব্দুর রশিদ।
খুলনা গেজেট/এনএম
