বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনা বিভাগের ২৮ আসনে জাপার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৮টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।

প্রার্থীরা হলেন, মেহেরপুর-১ (মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা) মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর-২ (দৌলতপুর উপজেলা) হাজী মোঃ আব্দুল বাকি, কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা) মোঃ শাহরিয়ার জামিল, চুয়াডাঙ্গা-২ (জীবন নগর ও দামুড়হুদা উপজেলা) মোঃ এহসানুল হক, ঝিনাইদহ-১ (শৈলকুপা) মনিকা আলম, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর) সওগাতুল ইসলাম, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) এম হারুন অর রশীদ, যশোর-১ (শার্শা- বেনাপোল) মোঃ জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর-২ (চৌগাছা উপজেলা) মোঃ ফিরোজ শাহ, যশোর-৩ মোঃ খবির কাজী, যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া) বিগ্রেঃ জেঃ এম মাসুদ আহমেদ (অবঃ), যশোর-৫ (মনোহরপুর ইউনিয়ন ব্যতিত মনিরামপুর উপজেলা) সুশান্ত কুমার মন্ডল ও এম এ হালিম, যশোর-৬ (অভয়নগর উপজেলা এবং কেশবপুর উপজেলা ও মনিরাম উপজেলার মনোহরপুর ইউনিয়ন), জি এম হাসান, মাগুরা-১ (মাগুরা, শ্রীপুর) জাকির হোসেন মোল্লা, ৯২ মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা), মশিয়ার রহমান, নড়াইল-১ (কালিয়া উপজেলা), মোঃ মিল্টন মোল্লা, নড়াইল-২ (নড়াইল সদর উপজেলা) খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, বাগেরহাট-১ (ফকিরহাট উপজেলা এবং মোল্লাহাট উপজেলা ও চিতলমারী উপজেলা) স.ম গোলাম সরোয়ার, বাগেরহাট-৪ (মোড়লগঞ্জ উপজেলা এবং শরণখোলা উপজেলা) সাজন কুমার মিস্ত্রী, খুলনা-১ (বটিয়াঘাটা উপজেলা এবং দাকোপ উপজেলা মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১৬ থেকে ৩১ পর্যন্ত) মোঃ শফিকুল ইসলাম (মধু), খুলনা-৩ (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-০১ থেকে ১৫ এবং দৌলতপুর মেট্রোপলিট্রন থানাধীন আড়ংঘাটা ইউনিয়ন ও খানজাহান মেট্রোপলিট্রন থানাধীন যোগীপোল ইউনিয়ন) আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ (দিঘলিয়া উপজেলা), ডাঃ সৈয়দ আবুল কাসেম, খুলনা-৫ (ফুলতলা উপজেলা) শামিম আরা পারভীন (ইয়াসমিন), খুলনা-৬ (কয়রা উপজেলা) মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) মোঃ আশরাফুজ্জামান, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক) মোঃ আলিপ হোসেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) এ্যাড. মোঃ আব্দুর রশিদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন