মোঃ মনিরুজ্জামান মনি। সুরখালি ইউনিয়নের বাসিন্দা। এক সময়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছেন এক সপ্তাহ। শুধু তার নেতা তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন নিজ চোখে দেখার জন্য গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীতে অবস্থান করেন। গতকাল শুক্রবার ফিরেছেন নিজ গ্রামে।
তিনি বলেন, “অত্যন্ত দায়িত্বশীল এবং গঠণমূলক ম্যাসেজ দিয়েছেন তার প্রিয় নেতা। দেশ গঠনে সকলকে সহনশীল ভূমিকা রাখার যে বার্তা দিয়েছেন তাতে প্রতিটি এলাকায় এ মুহূর্তে অনেক পরিবর্তন এসেছে।”
দাকোপের তিলডাঙ্গার আজমির হোসেন। তিনি নেতাদের সাথে আগের দিন রাজধানীতে যান। খুব কাছ থেকে তারেক রহমানের বক্তব্য শুনেছেন। তিনি এলাকায় ফিরে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে শুরু করেছেন ইতিবাচক প্রচারণা। শুধু মনি বা আজমির নয় বিভিন্ন এলাকার হাজার হাজার নেতা কর্মী ৩ দিন পরে ফিরেছেন এলাকায়। নিয়ে এসেছেন নতুন বার্তা। পরিবর্তনের বার্তা। নতুন ভাবে সমাজ পরিবর্তনের বার্তা দিচ্ছেন অনেকে। অনেকের মতে গত দু’দিনে আমূল পরিবর্তন এসেছে মানুষের মনে।
আটলিয়া ইউনিয়নের বাসিন্দা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি বলেন, “সাধারণ মানুষ গত এক সপ্তাহ ধরে দেশের নানা ঘটনা পর্যবেক্ষণ করে অনেক কিছু বুঝেছে। তারপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৭ বছর পরে দেশে এসে যে বার্তা দিয়েছেন তাতে সকলে বিএনপির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।
খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, কয়রা-পাইকগাছাবাসীর কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নতুন নতুন বার্তা পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে তিনি তার এলাকায় বলছেন তারেক রহমানের নতুন বার্তা ‘মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করা হবে’।”
খুলনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আমির এজাজ খান বলেন, “দেশ নায়ক তারেক রহমানের নতুন বার্তায় সারা দেশে জাগরণ সৃষ্টি হয়েছে।”
তার নির্বাচনী এলাকায় এসব বার্তা ইতোমধ্যে প্রচারণা আকারে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “রাজধানী থেকে ফিরে এসে দেশ নায়ক তারেক রহমানের বার্তা ‘সকল ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠা’র কথাটি দ্বারে দ্বারে পৌঁছানো হবে। ব্যাবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সকল ধর্মের মানুষকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে।”
সব মিলিয়ে নতুন নতুন নানা ম্যাসেজে বিএনপির প্রতি ইতিবাচক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
খুলনা গেজেট/এনএম
