বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

আশাশুনিতে পুকুরের পানিতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে পড়ে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুধহাটা গ্রামে ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম অর্নব দেবনাথ (২)। সে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের কাপড় ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে অর্নব বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন