বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

নড়াইল, যশোর ও ঝিনাইদহের তিন আসনে জোট প্রার্থীদের বিএনপির ছাড়

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে তিনটি আসন জোট প্রার্থীর জন্য ছাড় দিয়েছে বিএনপি। এগুলি হল নড়াইল—২, যশোর—৫ ও ঝিনাইদহ—৪। নড়াইল ও যশোরে প্রার্থী পরিবর্তনে খুব একটা প্রভাব না পড়লেও ঝিনাইদহে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

নড়াইল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল—২ আসনে বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে জোটপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। জোটগত সমঝোতার অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে আসনটি শরিক দল এনপিপিকে ছেড়ে দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি নড়াইল—২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন।

যশোর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, যশোর—৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন হয়েছে। এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)—এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

এর আগে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ মোহাম্মদ ইকবাল হোসেন।

জানা যায়, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ বিন ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার বাবার অনন্য অবদানের বিবেচনায় তাকে যশোর—৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে রশীদ ওয়াক্কাস তার বাবা মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের দেখানো পথে যশোর—৫ আসনের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, হঠাৎ করেই বিএনপি’র দলীয় প্রার্থী পরিবর্তনের ঘোষণায় নেতাকর্মীদের মাঝে নীরবতা বিরাজ করছে। এতদিন যারা বিএনপি নেতা শহিদ ইকবালের পক্ষে কাজ করেছেন তাদের এদিন মনিরামপুর পৌর শহরের কোথাও দেখা যায়নি।

আমাদের কালিগঞ্জ প্রতিনিধি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ—৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপি প্রার্থী না দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

এরই মধ্যে এ আসনে বিএনপির পরিবর্তে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের প্রার্থী হওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় ফরহাদ হোসেন নামে এক যুবক প্রকাশ্যে কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ঘোষণা দিতে দেখা যায়।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন