সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় চেয়ারম্যান কাপ ফুটবলে গাড়াখোলা মাছ বাজার একাদশ চ্যাম্পিয়ন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার আন্তঃ গাড়াখোলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাড়াখোলা মাছ বাজার একাদশ চ্যাম্পিয়ান হয়। মঙ্গলবার বিকালে গাড়াখোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত গাড়াখোলা মাছ বাজার একাদশ ও গাড়াখোলা মধ্যপাড়া ফুটবল একাদশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক এ খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ৫-৫ গোলে ড্র হলে পরে সিলভার টাইব্রেকারে মাছ বাজার একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হয় গাড়াখোলা মাছ বাজার একাদশের খেলোয়াড় রানা। খেলা পরিচালনা করেন আলী আজম বাবু।

পরে ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গাজী আলমগীর হোসেন, ইব্রাহীম গাজী, কবির মহলদার, হুমায়ুন কবির মোল্যা, এনামুল মহলদার, জনি মোল্যা, জিল্লুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট্এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন