ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে মো. জালাল জর্দার (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপা থানাধীন ভাটই এলাকার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড় গাবলা গোলাপ মেম্বারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জালাল জর্দার উপজেলার মুরারীদহ গ্রামের কিতাব্দি জর্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করার সময় মহাসড়কে পথচারী মো. জালাল জর্দারকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে ট্রাকটির সঙ্গে একটি মাহেন্দ্র গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্র গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. জালাল জর্দারকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের কাছে থাকা একটি শ্রমিক কার্ড ও নগদ ১ হাজার ৪২০ টাকা জব্দ করে হেফাজতে নেয়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে
