বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

মুকসুদপুরে ৫০ পিস ইয়াবাসহ নারী আটক

মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০পিস ইয়াবাসহ রোজিনা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডের প্রল্লাদারের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। রোজিনা বেগম মাদারীপুর জেলার পশ্চিম রাজৈর এলাকার আসাদুজ্জামান নাজির মুন্সির স্ত্রী।

পুলিশ জানায়, রোজিনা বেগম ও তার স্বামী আসাদুজ্জামান নাজির মুন্সি (৪৫) এক সাথে ইজিবাইকে আসছিলেন। তারা মুকসুদপুরের জলিরপাড় বাসস্ট্যান্ডে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের কাছে কাছে থাকা ব্যাগ তল্লাশি চালাতে থাকে।

এসময় ব্যাগ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক রোজিনাকে আটক করা হয়। এদিকে তল্লাশি অভিযান চলাকালে রোজিনার স্বামী আসাদুজ্জামান নাজির কৌশলে পালিয়ে যায়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোজিনা বেগম নামে একজনকে আটক করা হয়।

এসময় তার স্বামী আসাদুজ্জামান নাজির মুন্সি পালিয়ে যায়। এব্যপারে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন