বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় ভোমরা স্থলবন্দরে কড়াকড়ি নজরদারি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনায় এনসিপির বিভাগীয় নেতা ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টসহ সীমান্ত এলাকায় কড়াকড়ি নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে মাথায় গুলি করার পর সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে লক্ষ্যে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে সকল যাত্রী ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কৃষিকাজের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং পুরো সীমান্তজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন