বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

চৌগাছায় ভ্যান ছিনতাইকারীকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় ভ্যান ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে জনগণ আটক করে গণপিটুনি দিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ভ্যানচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া-কায়েমকোলা সড়কের হাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারী হলেন, যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩২)। এ ঘটনায় আরও এক ছিনতাইকারী জড়িত থাকলেও সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে ভ্যানচালক দোগাছিয়া গ্রামের মাহাতাব গাজীকে (৬০) সলুয়া বাজার থেকে কায়েমকোলা যাওয়ার কথা বলে দুই ব্যক্তিকে ভাড়া করে রওনা হন। পথে নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভ্যানচালক মাহাতাব গাজীর ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান। ওই সময় স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এসে একজনকে আটক করতে সক্ষম হন। অপর ছিনতাইকারী ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছিনতাইকারী জাহিদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আহত ভ্যানচালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন