বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

‘স্মরণকালের বৃহৎ সংবর্ধনা হবে’

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। প্রিয় নেতাকে বরণ করতে খুলনা বিএনপি থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সোমবার থেকে নেতাকর্মীরা পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন খুলনা-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও খুলনা মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

স্মরণকালে বৃহৎ সংবর্ধনা হবে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা দিবেন। বিএনপি তার এ আগমনকে নিয়ে সংবর্ধনার আয়োজন করেছে। লাখো মানুষের উপস্থিতিতে সংবর্ধনায় যোগ দিবেন প্রিয়নেতা তারেক রহমান। নেতাকর্মীরা উদ্বেলিত যে তারেক রহমান দেশে আসবেন। সারাদেশের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। খুলনা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ট্রেন ও বাসে করে আমরা ঢাকায় যাওয়ার কথা চিন্তা করছি। যার যার গাড়ি আছে, সব নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ওইদিন সকালে আমরা রাজধানীতে পৌঁছাবো।”

মঞ্জু আরও বলেন, গত শতাব্দীর মধ্যে এটি হবে একটি বড় ধরনের সংবর্ধনা যেটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন যাত্রা শুরু করবে এবং জনগণের সে প্রত্যাশা হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান সময়ে তারেক রহমান। তার আগমনকে স্বাগত জানাতে আমরা অবস্থান করব রাজধানীর ৩০০ ফিটে। যেখান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। মূল দল অঙ্গ সংগঠন, কর্মী সমর্থক ওয়ার্ড এবং থানা পর্যায় ও মহানগর পর্যায়ে সকলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এ উপলক্ষ্যে আমরা আলোচনা করেছি। আমরা মনে করি তার এ যাত্রাটা এমন এক সময় আগমন যে সময় আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে মানুষের যে আনন্দ উচ্ছ্বাস এবং বিএনপিকে গ্রহণ করার বিরল ঘটনা বাংলাদেশে হয়ে থাকবে। সামর্থ অনুযায়ী খুলনাবাসীকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন