যশোর ও বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও নারী নিহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর এলাকায় সড়কে নিহত শিক্ষার্থীর নাম রাব্বি হোসেন (১৪)। তিনি জামালপুর গ্রামের সোহেল হোসেনের ছেলে ও বাসুয়াড়ী মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনেরা জানায়, দুর্ঘটনার সময় রাব্বি একটি আলমসাধুতে যাচ্ছিলো। গাড়িটি বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাব্বি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, যশোরে শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে শহরের মুজিব সড়কের জেলা পরিষদের মেইন গেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের হান্নান মোল্লার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিমা বেগম যশোর হাসপাতাল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটেছে।
খুলনা গেজেট/এএজে
