বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২২ কোটি টাকার মাদকদ্রব্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২২কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকা থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য ভারতীয় আইস মেথ ও ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সাতক্ষীরা সদর থানার বাদামতলা এলাকা হতে মোটর সাইকেলযোগে মাদকদ্রব্যের একটি চালান সাতক্ষীরা শহরের দিকে আনা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিকদল শহরের অদূরে রইচপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে সন্দেহজনক ব্যক্তিকে দেখামাত্র তার গতিরোধ করে আটকের চেষ্টা করলে তিনি মোটরসাইকেল এবং তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য আইস মেথ, ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করত উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন