মাগো, আমি হাদি হব;
কলিজা ভরা সাহস নিয়ে যুদ্ধে যাব।
জীবনের মায়া করি নাই কভু মাগো,
দেশের তরে জীবন মম বলি দেব।
মাগো, আমি হাদি হব;
রাজপথেতে প্রাণ দিয়ে মা অমর হব।
ঘাতকের বুকে ত্রাস হয়ে জেগে রবো,
দখলকারীর মনে মহা ভয় ধরাবো।
মাগো, আমি হাদি হব;
দেশের তরে প্রয়োজনে নজরুল হব,
কারার ওই লৌহ কপাট ভাঙতে যাব।
মাগো আমি হাদি হয়ে আজ বেঁচে রবো।
খুলনা গেজেট/এনএম
