বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

ফেসবুকে ওসমান হাদির মৃত্যু নিয়ে কটূক্তি, যুবক আটক

গেজেট প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে কটূক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইয়াসিন ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেয়ার পাশাপাশি তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করেন ইয়াসিন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ইয়াসিন আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন