বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলোচিত শাহারুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে একটি মামলায় শোন এরেস্ট দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় শাহারুল ইসলামকেও আসামি করা হয়।

এদিকে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শাহারুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানা পুলিশ শিশু মেলা এলাকা থেকে আটক করে। এ ঘটনায় ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ আটকের বিষয়টি অবগত হয়ে যশোরের মামলায় তাকে শোন এরেস্ট দেখানোর আবেদন জানায়। বৃহস্পতিবার যশোরের মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন