মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বছরের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম কোন রোগীর মৃত্যু হলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, পিরোজপুর জেলার জিয়ানগর এলাকার ডেঙ্গু রোগী মো. জাকির হোসেনকে (৫০) গত ২৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন