শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে বালুবাহী “লাটাই” উল্টে প্রাণ গেল চালকের, আহত ২

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে বালুবোঝাই একটি “লাটাই” গাড়ি উল্টে মো. হানিফ মোল্লা (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িটিতে থাকা আরও দুইজন হেলপার। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ মোল্লা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের জলিল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজপাড়া–পোড়াডাঙ্গী সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা বালুবাহী লাটাই গাড়িটি সুইচগেট সংলগ্ন মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি চালকের ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জামিল কবির জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন