মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রিজিয়া নাসের ও লুৎফুন নেছা’র রূহের মাগফেরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল-এর মাতা মরহুমা বেগম রিজিয়া নাসের এবং কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল সোমবার বাদ জোহর নগর ভবনে অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম রিজিয়া নাসের ও লুৎফুন নেছা লুৎফা’র রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু ও এড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ সুলতান মাহমুদ, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, মো: শামছুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কৃষক লীগের সহসভাপতি মোঃ আশরাফ হোসেন, খালিশপুর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমীন রহমান শিখাসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া পারিচালনা করেন মাওলানা মোঃ হাবিবুল্লাহ ও মাওলানা মো: রফিকুল ইসলাম। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন