শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

এরশাদের পদত্যাগের সাল তারিখ নেই পাঠ্যপুস্তকে

নিজস্ব প্রতি‌বেদক

অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক, সাহিত্য-কণিকা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশক। ২০১১ সাল থেকে এ পাঠ্যপুস্তক প্রথম প্রকাশ পায়। পুনর্মুদ্রণ ও সংস্করণ হয় চার বার। এ গ্রন্থ গণঅভ্যুত্থানের কথা নামের শিরোনামে ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ এর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ৯০ এর প্রেক্ষাপটে তৎকালীন স্বৈরশাসকের পদত্যাগের সাল তারিখ উল্লেখ নেই। এই আন্দোলন রচয়িতাদের কথা উল্লেখ নেই।

পাঠ্যপুস্তকটি সম্পাদনা ও রচনা করেন অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক নিরঞ্জন অধিকারীসহ আট জন। প্রবন্ধে তৎকালীন সেনাপ্রধান জেঃ এরশাদের রাষ্ট্র ক্ষমতার তারিখটি উল্লেখ নেই। তার সামরিক শাসনের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনরত ১৫ দল, ৭ দল ও জামায়াতে ইসলামের কথা উল্লেখ নেই। গণতান্ত্রিক আন্দোলনের সৈনিক নূর হোসেনের শহীদ হওয়ার কথাও উল্লেখ নেই।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. একে এম রিয়াজুল হাসান প্রসঙ্গ কথায় উল্লেখ করেছেন, ২৪ সালের পরিস্থিতিতে প্রয়োজনে পুস্তকটি পরিমার্জন করা হয়েছে। ২০১২ সালে শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্য উপাত্ত ও ভাষাগত কিছু ভুলত্রুটি থেকে যাওয়া অসম্ভব নয়।

এ প্রসঙ্গ নিয়ে ৯০ এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা নাজমুল আযম ডেভিড বলেছেন, “পাঠ্যপুস্তকের সম্পাদকম-লী দায়িত্বশীলতার পরিচয় দেন নি। অসম্পূর্ণ তথ্য দিয়ে প্রকৃত ইতিহাস জানা থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন