খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিতলমারীতে ‘শেখ রাসেল-১ রকেট’র সফল উড্ডয়ন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর ব্যতিক্রমী সংগঠন চিতলমারী সায়েন্স ক্লাব এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শেখ রাসেল-১ রকেট’র উড্ডয়ন করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বর থেকে এ রকেট উড্ডয়ন করা হয়। এ সময় সংগঠনের ৫৫ জন কোমলমতি শিক্ষার্থী সদস্য তাদের নিজস্ব তৈরি রকেটসহ বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে। আয়োজকরা জানিয়েছেন তাদের উড্ডয়ন সফল হয়েছে।

চিতলমারী সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা আমিরুল আজিম বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অন্তরা আক্তার তাবাচ্ছুম ইসলাম, পারমিতা ও পরাগসহ ক্লাবের একটি দল এক সপ্তাহ বসে এ রকেট তৈরি করেছেন। এটি তৈরি করতে প্লাষ্টিকের বোতল, কাগজ, মিথানল ও ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘শেখ রাসেল-১ রকেট’। সোমবার এর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় শিক্ষার্থীরা সফল হয়েছেন। এটি উপরে ২০০ ও সমান্তরালে ৩৫০ ফিট উড়তে সক্ষম।

চিতলমারী সায়েন্স ক্লাবের পরিচালক শেখ কালিমুল্লাহ আসাদ বলেন, বিভিন্ন স্কুলের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক এ সংগঠনের মাধ্যমে আমরা তাদের বৈজ্ঞানিক চিন্তা-ভাবনা এবং ক্ষুদ্র জ্ঞানকে বিকশিত করার প্রয়াস চালাচ্ছি। ২০২০ সালের ৪২তম জাতীয় বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপ থেকে চিতলমারী সায়েন্স ক্লাব প্রথম স্থান অর্জন করে। এর আগেও চিতলমারী সায়েন্স ক্লাবের সদস্যদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যন্ত্রপাতি পুরষ্কার লাভ করেছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ প্রয়াস ভাল। আমি আশাকরি ভবিষ্যতে তারা দেশী প্রযুক্তি ব্যবহার করে আরও নতুন কিছু আবিস্কার করবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!