টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে গত ২৫ নভেম্বর। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০টি দল খেলবে টুর্নামেন্টে। যেখানে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের বাকি ৪ প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপের সেরা ২টি দল খেলবে সুপার এইটে।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইটে ওঠা বেশ কঠিন কাজ। এই দুই দলের কোনটিকে হটিয়ে সুপার এইটে বাংলাদেশ উঠে সে হিসেবে ঠিক হবে বাংলাদেশের সূচি।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ভারত ও শ্রীলংকায় আয়োজিত হবে, তাই লজিস্টিক বিড়ম্বনা এড়াতে আগেই সম্ভাব্য ৮ দল বাছাই করে রেখেছে। একে বলে সিডিং। যেখানে চলমান র্যাঙ্কিং অনুযায়ী ভাগ করা হয়েছে দুই গ্রুপ
একটি গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে X1, X2, X3, X4 হিসেবে ধরে রাখা আছে। আরেক গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে যথাক্রমে Y1, Y2, Y3, Y4 হিসেবে।
এই দলগুলোর মধ্যে কেউ যদি সুপার এইটে না উঠতে পারে তাহলে তাদের গ্রুপে অন্য যেই দলটি উঠবে তারা পাবে বাদ পড়া দলের সিডিং নম্বর। উদাহরণস্বরূপ, ওয়েস্ট ইন্ডিজের সিডিং নম্বর X3। ক্যারিবিয়ানদের হটিয়ে সুপার এইটে উঠতে পারলে এই নম্বর পাবে বাংলাদেশ। আর ইংল্যান্ডকে হটিয়ে উঠতে পারলে পাবে Y1 সিডিং নম্বর।
‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ইংল্যান্ডের সঙ্গে সুপার এইটে উঠলে বাংলাদেশের সবগুলো খেলা পড়বে ভারতের মাঠে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হবে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বা গ্রুপপর্বে তাদের হটিয়ে আসা দলগুলো। সম্ভাব্য সিডিং অনুযায়ী মুম্বাইতে ২৩ নম্বরে সুপার এইটে প্রথম ম্যাচে বাংলাদেশ পাবে অস্ট্রেলিয়াকে। ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবং ১ মার্চ কলকাতায় মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।
অন্যদিকে, ‘সি’ গ্রুপে ইংল্যান্ডকে হটিয়ে যদি সুপার এইটে টাইগাররা উঠতে পারে তাহলে বাংলাদেশের ম্যাচগুলো হবে শ্রীলংকায়, প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা বা গ্রুপপর্বে তাদের হটিয়ে আসা দলগুলো। সেক্ষেত্রে সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ পড়বে কলম্বোতে। ২৪ ফেব্রুয়ারি ক্যান্ডিতে সেক্ষেত্রে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। এবং ২৭ ফেব্রুয়ারি কলম্বোতে প্রতিপক্ষ হতে পারে নিউজিল্যান্ড।
প্রসঙ্গত, বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আছে ইতালি ও নেপাল। আর ‘ডি’ গ্রুপে খেলবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। গ্রুপপর্ব শেষে ৮ দলের সুপার এইট পর্বও হবে দুই গ্রুপ ভাগ হয়ে। সেখানের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।
খুলনা গেজেট/এনএম

