ঝিনাইদহ সদরের দোগাছী ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের জেরে সরকারি কাজে বাধাদান ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মামলাটি করা হয়। এজাহারে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বেড়বাড়ি গ্রামের তিতাস হোসেন, জাহিদ বিশ্বাস, আতিরুল মন্ডল, আক্কাচ আলী ও সাইফুল ইসলাম।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার বিকালে হারানঘাট এলাকায় বিপদে পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের পর পুলিশের নারিকেলবাড়িয়া ক্যাম্পের পিকআপ গাড়িতে হামলার ঘটনা ঘটে। সে সময় পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে গাড়িটি ভাংচুর করা হয়। এরপর রাতেই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে জড়িতদের বিরুদ্ধে। এরপর দোগাছী, হারানঘাট, বেড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাতে ও সোমবার সকালে এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা গেজেট/এনএম

