সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারের কাছে সাতক্ষীরা-ভোমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজর আলী আলীপুর ইউনিয়নের বাদামতলা কারিগরপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা শামসুজ্জামান জানান, চাচা বয়স্ক ও অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৮টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, জামায়াতের শোডাউনের গাড়ি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ওই সময় ফজর আলী মসজিদে যাওয়ার জন্য রওনা দিলে একটি গাড়ির ধাক্কায় তিনি পড়ে আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী সংগঠনের কর্মী ছিলেন। সড়কের পাশে বাইকের লুকিং গ্লাসে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। দাফন সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ফজর আলীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

