ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে জয় পেয়েছে লিভারপুল। তারা ৪-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওন্ডারার্সকে।
এই ম্যাচে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহ। এটি ছিল প্রিমিয়ার লিগে তর ৮৪তম গোল। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে করেছিলেন ৮৪ গোল। অবশ্য সালাহ ১৩১ ম্যাচ খেলে করেছেন ৮৪ গোল। অন্যদিকে ৮৪ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছিল ১৯৬ ম্যাচ।
২৪ মিনিটে সালাহ’র পর গোল পেয়েছেন জর্জিনিও (৫৮ মি.) ও জোয়েল মাতিপ (৬৭)। ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করেছেন নেলসন সেমেদো।
এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটেছে অলরেডদের। ১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারকে। তবে সমান ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।
৩৯ সপ্তাহ পর এই ম্যাচে মাঠে ফিরেছিল দর্শক। আর নিজেদের দর্শকের সামনে দারুণ এক জয় তুলে নিলো সালাহ-ফিরমিনোরা।
খুলনা গেজেট/এএমআর