শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা- এক লাখ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

তিনি গত ২০ নভেম্বর ব্যবসায়িক কাজে ভারতে যান। জানা যায়, কলকাতার একটি হোটেলে অবস্থানকালীন বাংলাদেশি নাগরিক লিটু নামের এক ব্যক্তি তাকে বৈদেশিক মুদ্রাগুলো দেয় এবং নির্দেশনা দেয়- বাংলাদেশে পৌঁছানোর পর একজন অজ্ঞাত ব্যক্তি ফোনে যোগাযোগ করে রিয়াল ও ডলারগুলো সংগ্রহ করবে।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী মো. শফিকুল ইসলাম, পাসপোর্ট নং B00745663-এর লাগেজ তল্লাশিতে এক লাখ দশ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের আশঙ্কায় শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে এবং শফিকুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন