শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে শুক্রবার সকালে ধান ঝাড়া কাজ করার সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে হাত দেওয়ায় মন্টু ঘোষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি একই এলাকার কান্ত ঘোষের ছেলে।

নিহতের স্ত্রী জানান, সকালে নিজের জমির ধান ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় ইউপি সদস্য জাহিদ হাসান বলেন, মন্টু ঘোষ খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো ছেলে নেই। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন, কিন্তু অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ধরতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন