ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৩০ জন কিশোর–কিশোরীসহ কয়েকজন শিশু। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন— আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মণ্ডল, সুদিপ্ত মণ্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মণ্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম।
মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসা এসব কিশোর–কিশোরী ভারতে অবৈধভাবে প্রবেশের পর কলকাতার বিভিন্ন থানার পুলিশের হাতে আটক হয় এবং পরে সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। পরবর্তীতে দুই দেশের সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে তারা দেশে ফেরে। মহিলা আইনজীবী সমিতিসহ তিনটি এনজিও সংস্থা থানা থেকে তাদের গ্রহণ করবে এবং পরিবারের কাছে পৌঁছে দেবে। কেউ আইনি সহায়তা চাইলে সেটিও দেওয়া হবে।
সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজ মোট ৩০ জন কিশোর–কিশোরী দেশে ফিরেছে। তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে সে দেশের পুলিশ দ্বারা আটক হয়েছিল। তাদের বাড়ি যশোর, চুয়াডাঙ্গা, খুলনা সহ বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাখাওয়াত হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তিনটি এনজিও সংস্থার কাছে তাদের তুলে দেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

