শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তিনি আর ফিরবেন না, এই চ্যাপ্টার ক্লোজড। সামনে জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না। শনিবার (১৫ নভেম্বর) যশোরে আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি একথা বলেন।
তিনি দাবি করেন, ভারতের প্রভাবশালী স্বার্থের পক্ষে কাজ করলে কেউ আর ক্ষমতায় যেতে বা থাকতে পারবে না। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘ যশোরের সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া। বিশেষ আলোচনায় অংশ নেন সৈয়দ আবদাল আহমেদ, যবিপ্রবি উপাচার্য ড. আব্দুল হামিদ এবং লেখক-গবেষক বেনজীন খান।
ড. মাহমুদুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলনে তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিজয় ছাড়া রাজনৈতিক বিজয় সম্ভব নয়। তিনি বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।

