যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা বিষপান করার পর সাদিকুর রহমান (২৩) নামে প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো কারণে তারা দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন।
বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/এএজে

