মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় মাদকসহ আটক ২

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলায় অভিযান চালিয়ে পার্থ কুন্ডু (২৩) ও মোঃ বোরহান উদ্দিন (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, ১০ পিচ ইয়াবা এবং ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হলে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে শনিবার দিবাগত রাতে ফুলতলার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাজপুর গ্রামের মৃত গৌর কুন্ডুর পুত্র পার্থ কুন্ডু কে এবং আলকা চৌদ্দমাইল এলাকা থেকে পয়গ্রামের মোঃ মহিউদ্দিন শেখের পুত্র মোঃ বোরহান উদ্দিন শেখ কে আটক করা হয়।

এ ঘটনায় ফুলতলা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন