খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

পান্ডিয়া ঝড়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ ভারতের

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দাপটে ওয়ানডেতে টানা দুটি ম্যাচ হেরেছিল ভারত। শেষটি তারা জিতে হোয়াইটওয়াশ এড়ায়। এরপর থেকে ছন্দে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ম্যাচ জিতলো তারা। রোববার সিডনিতে দুই বল হাতে রেখে ৬ উইকেটে জিতে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক ম্যাথু ওয়েডের হাফসেঞ্চুরি ও স্টিভেন স্মিথের ঝড়ে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৫ উইকেটে করে ১৯৪ রান। পাল্টা জবাব দেন শিখর ধাওয়ান ও কোহলি। অধিনায়ক বিদায় নেওয়ার পর ভারতের জন্য রান তাড়া করা কঠিন হয়ে পড়েছিল। এই সময়ে হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তার সঙ্গে বার্থডে বয় শ্রেয়াস আইয়ারের অপরাজিত জুটিতে ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে ভারত।

টস জিতে ফিল্ডিং নেয় ভারত। ডার্সি শর্টকে নিয়ে ওপেনিংয়ে ঝড় তুলেছিলেন অধিনায়ক ওয়েড। ৪.৩ ওভারে ৪৭ রান তোলার পর এই জুটি ভাঙেন গত ম্যাচে অভিষিক্ত হওয়া বাঁহাতি মিডিয়াম পেসার টি নটরাজন। শর্ট (৯) ফিরে গেলেও ওয়েডের সঙ্গে এই ধাক্কা সামলে নেন স্মিথ। রানের গতি তারা ধরে রাখেন।

২৫ বলে ১০ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকানো ওয়েড ৫৮ রান করে ফিরে যান। কোহলির থ্রো থেকে লোকেশ রাহুল তাকে রান আউট করেন। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে (২২) নিয়ে ৪৫ রানের জুটি গড়েন স্মিথ।

দলীয় স্কোর দেড়শ পার করলেও হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন স্মিথ। ৩৮ বলে তিন চার ও দুই ছয়ে ৪৬ রানে যুজবেন্দ্র চাহালের শিকার হন। পরে মোয়াসেস হেনরিক্সের (২৬) ও মার্কাস স্টয়নিসের (১৬) ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে অজিরা।

দ্বিতীয় ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিলেন নটরাজন, ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

লক্ষ্যে নেমে দারুণ জবাব দেয় ভারত। শিখর ধাওয়ানের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে ফিরে যান রাহুল (৩০)। হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ধাওয়ান। কোহলির সঙ্গে তার জুটি ছিল ৩৯ রানের। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫২ রান, চারটি চার ও দুটি ছয়।

সাঞ্জু স্যামসন স্কোরবোর্ডে ১৫ রান করে অবদান রাখেন। পাঁচ নম্বরে নামেন পান্ডিয়া। কোহলির সঙ্গে তার জুটি মাত্র ২৯ রানের। তবে অধিনায়ক ৪০ রান করে মাঠ ছাড়ার পর পান্ডিয়া ঝড় তোলেন। ২২ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে ১৪ রান লাগতো ভারতের, অভিষিক্ত ড্যানিয়েল স্যামসের দ্বিতীয় ও চতুর্থ ওভারেই ছয় দুটি হাঁকান পান্ডিয়া। ২৬তম জন্মদিনে আইয়ার অপরাজিত ছিলেন ৫ বলে ১২ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে স্যামসের মতো সমান একটি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই, মিচেল সুয়েপসন ও অ্যাডাম জাম্পা।

আগামী ৮ ডিসেম্বর একই মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ২-০ তে সিরিজ হেরে যাওয়ার পর এবার স্বাগতিকদের মিশন সম্মান বাঁচানো।

খুলনা গেজেট/এএমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!