রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
মাঠে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক নেতারা

প্রশাসনের সতর্কাবস্থা, খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কোন তৎপরতা ছিল না

নিজস্ব প্রতিবেদক

ঢাকার লকডাউনে গতকাল খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন তৎপরতা ছিল না। গতকাল বৃহস্পতিবার নগর ও জেলার কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকালের দিকে গাড়ি চলাচল কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করতে দেখা যায়। প্রশাসন ছিল কঠোর অবস্থানে। অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক নেতারা ছিল মাঠে।

এদিকে আওয়ামী লীগের অপতৎপরতা রোধে গতকাল সকাল ১১ টায় পাওয়ার হাউজ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলনের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

রাজপথে অবস্থানে ছিলেন সংগঠনটির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন, মুফতি আমানুল্লাহ, আব্দুল মান্নান, মোঃ আব্দুর রশিদ, মোঃ নাজিম হাওলাদার নাঈম, মোঃ মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেসবাহ, সাব্বির রহমান শিবলী, শেখ শাহরিয়ার নাফিস, আঃ রহমান সিজান, আরাফাত শিকদার, আবু বকর, নুরুল করীম, মিরাজুল ইসলাম, তামিম মল্লিক, ইয়ামিন প্রমুখ।

অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী অবস্থান কর্মসূচি পালন করে। নগরীর রয়্যাল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

এ সময় বক্তৃতা করেন মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, আজিজুর রহমান স্বপন, জামায়াত নেতা এসএম হাফিজুর রহমান, মাওলানা রহমত উল্লাহ, আব্দুল আলিম, নাসিম মোল্যা, শহিদুল ইসলাম, আবুল হাসেম, আব্দুল আজিজ, নুরুল্লাহ হাওলাদার, নুর মোহাম্মদ প্রমুখ।

খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা আমির এসএম হাফিজুর রহমান। এ সময় জামায়াত নেতা আক্তারুজ্জামান লিটন, সিরাজ বিন ইয়াকুব, আব্দুল্লাহ আল মামুন, মোয়াজ্জম হোসেন, আরিফ মোল্যা, আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তৃতা করেন।

সোনাডাঙ্গা থানা আমির জি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াত নেতা মশিউর রহমান রমজান, রবিউল ইসলাম, ডা. আবুল খায়ের, মো. আব্দুল্লাহ, রফিকুল ইসলাম প্রমুখ।

নগরীর জিরো পয়েন্টে হরিনটানা থানা আমির মো. আব্দুল গফুর এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সেলিম বাহার, শেখ সাফায়েত হোসেন লিখন, ডা. ইসমাইল হোসাইন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, ডা. ফজলুল করিম, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন